আপনজন ডেস্ক: স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন কাতালোনিয়া রাষ্ট্রের দাবিতে প্রায় আট লাখ মানুষ মিছিল করেছে বার্সেলোনাসহ কয়েকটি শহরে। এসময় তাদের স্লোগান দিতে, গান গাইতে এবং পতাকা দোলাতে দেখা গেছে। শনিবার এই মিছিলের আয়োজন করেছিল অ্যাসেম্বেলা ন্যাশনাল কাতালানা (এএনসি)। ২০১৭ সালে আটকের পর ক্ষমা করে দেওয়া ৯ বিচ্ছিন্নতাবাদী কাতালানকে মুক্তি দেওয়ার পর এটাই সংগঠনটির প্রথম র্যালি। মিছিলের বেশিরভাগ অংশগ্রহণকারীর মুখ ঢাকা ছিল। পুলিশ বলেছে, আনুমানিক এক লাখ আট হাজার মানুষ মিছিলে ছিল। ক্ষমা পাওয়া সেই ৯ নেতার কয়েকজন শনিবারের এই মিছিলে অংশ নিয়েছেন। ১৭১৪ সালের ১১ সেপ্টেম্বর কাতালোনিয়া দখল করে স্পেন।
গত বছর এ দিনটিতে শুধু বার্সেলোনায়ই ১৪ লাখ মানুষ স্বাধীনতার পক্ষে মিছিল-সমাবেশ করেছিল। সেই তুলনায় এবার জমায়েত কম হয়েছে। আলোচনার মাধ্যমে স্পেন থেকে আলাদা হয়ে যাওয়ার পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। ২০১৪ সালে কাতালোনিয়ায় বেসরকারি এক গণভোটে স্বাধীনতার পক্ষে অঞ্চলটির ৮০ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct