আপনজন ডেস্ক: করোনার শঙ্কায় গতকাল বাতিল হয়ে গেল ইংল্যান্ড ও ভারতের পাঁচ টেস্টের সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। চার টেস্ট শেষে বিরাট কোহলির ভারত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল, পঞ্চম টেস্টে কে জিতবে, সিরিজটা ভারতই জিতবে নাকি ইংল্যান্ড সমতা ফেরাবে...ওল্ড ট্রাফোর্ডে পঞ্চম টেস্টটা নিয়ে কত আলোচনা, জল্পনা-কল্পনা ছিল! কিন্তু ক্ষণে ক্ষণে রং বদলানো সিরিজের যে শেষ টেস্ট ঘিরে রোমাঞ্চের শেষ ছিল না, সেই টেস্টই শুরুর দুই ঘণ্টা আগে ‘বাতিল!’
রবি শাস্ত্রীসহ ভারতের কোচিং সদস্যদের কয়েকজন করোনায় আক্রান্ত হলেন, এরপর দলে আরও করোনায় আক্রান্ত হওয়ার শঙ্কায় ম্যাচ বাতিল হয়ে গেল। করোনার অনিশ্চয়তা ক্রিকেটের অনিশ্চয়তাকে পাদপ্রদীপে আসতে দিল না।কিন্তু পঞ্চম টেস্টটা না হওয়ায় এখন ভারত-ইংল্যান্ডের সিরিজের ফল কী ধরা হবে? ভারতকেই ২-১ ব্যবধানে জয়ী ধরে নেওয়া হবে, নাকি সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে ধরা হবে?
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) হাতে এখন কার্যত তিনটি বিকল্প। ১. দুই পক্ষ হাত মিলিয়ে সিরিজ এখন যে অবস্থায় আছে, সেভাবে শেষ করে নেওয়া, অর্থাৎ ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতবে। ২. ভারত ম্যাচটা আসলেই ছেড়ে দেওয়া, সে ক্ষেত্রে সিরিজ শেষ হবে ২-২ সমতায়। ৩. ব্যস্ত সফরসূচির মধ্যেও বাকি থাকা টেস্টটা খেলার একটা সময় খুঁজে নেওয়া। ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু, যেখানে ভারত ও ইংল্যান্ড দুই দলেরই মূল খেলোয়াড়দের প্রায় সবাই আছেন। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। চাইলেও তাই শিগগিরই ম্যাচটা আয়োজন সম্ভব নয়। ভারতীয় দলে সমস্যার কারণেই টেস্টটা বাতিল হওয়ায় ইংল্যান্ডও না খেলে হার মানতে চাইবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct