আপনজন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন গাড়ি-বাড়ি, চাষযোগ্য জমি, বাণিজ্যিক কাজে ব্যবহৃত জমি, পৈতৃক সম্পত্তি ও ঋণ নেই। ব্যাংকে আছে শুধু ১৩ লাখ ১১ হাজার ৫১২ টাকা। বিধানসভার উপনির্বাচনে মনোনয়নের সময় যে হলফনামা জমা দিয়েছেন তাতে এই চিত্র ফুটে উঠেছে।
শুক্রবার জমা দেওয়া হলফনামায় মমতা উল্লেখ করেছেন, গত অর্থবছরের তুলনায় এ বছর তার আয় বেড়েছে ৫ লাখ টাক। ২০২০-২১ অর্থবছরে তার আয় বেড়েছে হয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ৮৪৫ টাকা। ২০১৯-২০ অর্থবছরে এই আয় ছিল ১০ লাখ ৩৪ হাজার ৩৭০ টাকা।
আর সর্বশেষ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দেয়া হিসাবে উল্লেখ করা হয়েছিল, তার আয় ৯ লাখ ১৮ হাজার ৩০০ চাকা। এবার তার অস্থাবর সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২৯ চাকা ৭১ পয়সা। এর মধ্যে রয়েছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম ওজনের অলংকার। আর ব্যাংকে রয়েছে রয়েছে ১৩ লাখ ১১ হাজার ৫১২ টাকা।
উল্রেখ্য, ভবানীপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। ফল বের হবে ৩ অক্টোবর। এই আসনেই ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct