আপনজন ডেস্ক: নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি শনিবার হঠাৎ পদত্যাগ করেছেন। গুজরাতের বিধানসভা নির্বাচনের এখনও এক বছর বাকি। মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন রূপানি।
এর আগের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেলও তার মেযাদ শেষের আগে পদত্যাগ করেছিলেন। ফলে, গুজরাতে পরপর দুবার কোনও মুখ্যমন্ত্রী পূর্ণ মেয়াদ অবধি থাকতে পারলেন না।
যদিও রূপানি বার্তাসংস্থা এনএনআইকে তিনি বলেছেন, গত পাঁচ বছর ধরে গুজরাটের উন্নয়নের যাত্রা চলেছে। এখন নতুন শক্তি ও উদ্যোমে পরবর্তী উন্নয়ন এগিয়ে নেওয়ার সময়; যে কারণে আমি মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
পরবর্তী মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছেন বিজেপি নেতা আর সি ফালড়ু, সি আর পাটিল, বিদায়ী উপমুখ্যমন্ত্রী নিতিন পটেলের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপৌলা এবং মনসুখ মাণ্ডব্য। তবে, চূড়ান্ত নাম নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
জানা গেছে, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের উপস্থিতিতে রোববার রাজধানী গান্ধীনগরে গুজরাত বিজেপি পরিষদীয় দলের বৈঠক হবে। সেখানেই পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct