নিজস্ব প্রতিবেদক, কলকাতা: বাসন্তীতে এক মুসলিমকে পিটিয়ে হত্যা এবং সোনারপুরে মুসলিম পুলিশ কর্মী ও তার পরিবারের উপর থানার পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রাজ্যের সংখ্যালঘু কমিশনে গেল পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন। রাজ্য সংখ্যালঘু কমিশনের কাছে সুবিচার চেয়েিএক স্মারকলিপিও দেয় মাদ্রাসা ছাত্র সংসদের প্রতিনিধি দল। এ ব্যাপারে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের সভাপতি সাহেব আলী সেখ জানান, সোনারপুর থানার অন্তর্গত একজন প্রাক্তন পুলিশকর্মী সোহরাব হোসেন ও তাঁর পরিবারের উপর পুলিশের অমানবিক অত্যাচার এবং একজন গর্ভবতী মহিলাকে অমানবিক শারীরিক অত্যাচার করা হয়েছে। এমনকী তার পেটে লাথি মারাও হযেছে।
তাই এই অমানিবকতায় অভিযুক্ত সোনারপুর থানার এএসআই প্রিয়া সেন এবংএস আই সোমনাথ দাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া আরও বলেন, বাসন্তী থানার অন্তর্গত একজন সহজ সরল ছেলে মোহাম্মদ রফিকুল ইসলামকে আরএসএস দুষ্কৃতীরা মোবাইল চুরির মিথ্যা অভিযোগ দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করেছে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয় মাদ্রসা ছাত্র ইউনিয়নের তরফ থেকে। প্রয়োজনে রাজ্য বিধানসভায় আইন পাশ করারও জানিয়েছেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সভাপতি সাহেব আলী সেখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct