অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: বদলি হয়ে গেলেন অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মুরারী মোহন মন্ডল। গঙ্গারামপুর মহাকুমার অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) এর দায়িত্ব সামলানো এই অফিসার জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) হিসেবে বদলি হয়ে যাচ্ছেন কোচবিহার জেলায়। কোচবিহার জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক( প্রাথমিক) কানাইলাল দে এর জায়গায় স্থলাভিষেক হল তার। অন্যদিকে, আপাতত দক্ষিণ দিনাজপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মৃন্ময় ঘোষ কে অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক এর দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১ সেপ্টেম্বর স্কুল শিক্ষা দপ্তর থেকে এমনই এক নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশনার অফ স্কুল এডুকেশন ডক্টর এ.এন বিশ্বাস(আইএএস) এই নির্দেশিকা জারি করেন।
এবিষয়ে, গঙ্গারামপুর উত্তর চক্রের অন্তর্গত বড়ম গোকুলপুর জুনিয়র হাই-স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, স্কুলের কার্য পরিচালনা করার ক্ষেএে খুবই অভিজ্ঞ ছিলেন মুরারী বাবু। স্কুলের কার্য সম্পাদনের ক্ষেএে কোন সমস্যা হলে সবসময় তাকে পাশে পাওয়া যেত।
অন্যদিকে, জেলা বিদ্যালয় পরিদর্শকের বদলির খবর চাউর হতেই বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে ফুলের তোরা, মেমেন্টো তুলেদেওয়ার মধ্যেদিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয় অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক কে।
এবিষয়ে গঙ্গারামপুর মহকুমার অন্তর্ভুক্ত অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক এর দপ্তরের সহকারি বিদ্যালয় পরিদর্শক যতীন্দ্রনাথ বর্মন জানান,উনার কর্মজীবন ও পরিবারের সকলের সুস্থ জীবন কামনাকরি। উনাকে আমরা খুব মিস করবো। উল্লেখ্য, ২৭.১২.২০১৮ সালে অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) হিসেবে কর্মস্থলে যোগ দিলেন মুরারী মোহন মন্ডল। প্রাক্তন অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মৃণাল কান্তি রায় সিংহ (ভারপ্রাপ্ত) এর জায়গায় স্থলাভিষেক হয় তার।এর আগে উওর ২৪ পরগনা জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) এর দপ্তরে অ্যাসিস্টেন্ট ইন্সপেক্টর আব স্কুলস্ হিসেবে নিযুক্ত ছিলেন মুরারী বাবু। সেখান থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) হিসেবে কর্মস্থলে যোগদান করেছিলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct