আবদুস সামাদ মণ্ডল, বিষ্ণুপুর: পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের পরীক্ষা তে ২০২১ সালে, আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মধ্যে রাজ্যে শীর্ষ স্থান অধিকার করেছে বাঁকুড়া জেলার বগডহরা সিদ্দিকিয়া হাই মাদ্রাসার ছাত্রী মল্লিকা মান্ডি। প্রাপ্ত নম্বর ৬৬৯, আজ বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন (বিজিটিএ) র পক্ষ থেকে বিষ্ণুপুর- খড়কাটা গ্রামের বাড়ি গিয়ে মল্লিকার এই কৃতিত্বের জন্য মল্লিকা কে সংবর্ধনা জানিয়েছেন।
পুস্পস্তবক, মানপত্র, আর্থিক সহায়তা সহ অন্যান্য দ্রব্য তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে মল্লিকার আগামী আরো প্রতিষ্ঠিত ও সুন্দর হোক- এই শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করা হয়। সংগঠনের পক্ষ থেকে বিশ্বজিৎ রায়, রুদ্র কিশোর বিশ্বাস ও মিলন মন্ডল সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিশ্বজিৎবাবু জানিয়েছেন ছোট্ট মল্লিকার স্বপ্ন শিক্ষিকা হওয়ার। মল্লিকা অত্যন্ত বিনয়ী ও শান্ত স্বভাবের ছাত্রী, পড়াশোনাতে ওর গভীর আগ্রহ। সাংসারিক অবস্থা ভালো নয়। তাই যাতে সহযোগিতার অভাবে প্রতিভা না ঢাকা পড়ে, এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
শিক্ষক রুদ্রকিশোর বিশ্বাস বাবু এই কোভিড পরিস্থিতির জন্য মাদ্রাসা বন্ধ থাকায় মল্লিকার অনলাইনে পড়াশনার ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
বিজিটিএ বাঁকুড়া র জয়পুর ব্লক থেকে মল্লিকার পড়াশোনার জন্য সার্বিক সহযোগিতার কথা বলা হয়। মল্লিকা জানায় প্রিয় বিষয় ভূগোল, ভবিষ্যতে ও ভূগোলের শিক্ষিকা হতে চায়।
সংগঠনের পক্ষ থেকে মল্লিকাকে আগামীর জন্য শুভকামনা জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct