আপনজন ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি এখন কাশ্মীর সফরে। সেখানে গিয়েই ফের নিশানা করলেন গেরুয়া শিবিরকে। শুক্রবার এক কর্মীসভায় রাহুল গান্ধি অভিযোগ করলেন, আরএসএস-বিজেপি জোট জম্মু ও কাশ্মীরের ভাতৃত্ববোধ ও মিশ্র সংস্কৃতি ভাঙার চেষ্টার করছে। কাশ্মীরিদের উদ্দেশ্যে রাহুল বলেন, আপনাদের সকলের মধ্যে ভালবাসা, ভ্রাতৃত্ববোধ ও মিশ্র সংস্কৃতির অনুভূতি বিদ্যমান। আমি দুঃখিত যে আরএসএস এবং বিজেপি এই সংস্কৃতি ভাঙার চেষ্টা করছে।
দু’দিনের জম্মু সফরের দ্বিতীয় দিনে এখানে একটি দলীয় অনুষ্ঠানে কংগ্রেস পদাধিকারী ও কর্মীদের উদ্দেশে ভাষণে রাহুল বলেন, তারা (আরএসএস, বিজেপি) সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আক্রমণ করে! কাশ্মীরিরা দুর্বল হয়ে পড়ায় তাদের রাজ্যের মর্যাদা কেড়ে নিয়েছিল।
রাহুল আরও বলেন, বিজেপি ও আরএসএস আসলে হিন্দুত্বের নামে হিন্দু বিরোধী কাজ করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct