আপনজন ডেস্ক: টেট উত্তীর্ণ পরীক্ষার্থীর করা মামলায় এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননরা দায়ে সোমবার বেলা ১১টায় সংসদ সভাপতি মানিক ভট্টাচার্যকে হাজিরা দিতে হবে আদালতে। সেই সঙ্গে কেন আদালতের নির্দেশের পরও ভুল প্রশ্নে নম্বর দেওয়া হল না পরীক্ষার্থীদের তা জানাতে হবে আদালতকে।
২০১৪ সালের টেটের প্রশ্নে একাধিক ভুল ছিল। সেই প্রশ্নের জবাব যারা দিয়েছেন তাদের সংসদ নম্বর দেয়নি বলে অভিযোগ। এছাড়া, ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হলে ২০১৮ সালে প্রত্যেকটি ভুল প্রশ্নে পূর্ণমান দিতে হবে বলে নির্দেশ দেয় হাইকোর্ট। অভিযোগ তার পরও ভুল প্রশ্নে নম্বর দেয়নি পর্ষদ। তা িনয়ে আদালত অবমাননার মামলা দায়ের করেন চাকরিপ্রার্থীরা। শুক্রবার সেই মামলার শুনানিতে মানিকবাবুকে সশরীরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানিকবাবুর আইনজীবী সময় চাইলেও আবেদন গ্রাহ্য করেনি আদালত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct