অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: কয়েক বছর ধরে বন্ধ থাকা কৃষিকাজে তপন দিঘির জলের পুনরায় ব্যবহারের দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে গণডেপুটেশন কর্মসূচিতে শামিল হলেন কৃষকেরা। এদিন বিডিওকে স্মারকলিপি তুলে দেন তপন ব্লকের কাজিভাগের আদিবাসী সম্প্রদায়ভুক্ত কৃষকেরা। জানা গেছে, দীর্ঘদিন ধরে তপন দিঘির জলে চাষাবাদ করে আসছিলেন তপন ব্লকের চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কাজিভাগ মৌজার কৃষকেরা।তবে তপন দিঘি সংস্কারের কাজ শুরু হলে, তপন দিঘি জল দিয়ে চাষাবাদ করা বন্ধ হয়ে পড়ে এলাকার কৃষকদের। যার ফলে স্বভাবতই চাষের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় কৃষকদের। এমত অবস্থায় তপন দিঘির জল সেচের কাজে ব্যবহারের দাবিতে সরব হয় এলাকার কৃষকরা।
সেইমতো বৃহস্পতিবার আদিবাসীদের তরফে বের করা হয় একটি মিছিল।মিছিলটি তপন ব্লক এর বিভিন্ন এলাকা পরিক্রমা করে তপন বিডিও অফিস চত্বরে পৌঁছায়। এরপর কয়েকজন একটি প্রতিনিধিদল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাসুদ করিম শেখ এর হাতে তাদের দাবি পত্র গুলো তুলে দেয়। এবিষয়ে তপনের বিডিও মাসুদ করিম শেখ জানান, তপন ব্লকের চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ধাইনগর এবং কাজিভাগ এলাকার ১৭-১৮ জন মানুষ আমার কাছে এসে লিখিত আকারে ডেপুটেশন দিয়েছে। তাদের নানা সমস্যার কথা গুলো শুনেছি।সেগুলি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব এবং কিভাবে সমস্যা সমাধান করা যায় সে বিষয়ে পরামর্শ নেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct