আর এ মণ্ডল, ইন্দাস: ইন্দাস ব্লক ইমাম পরিষদের উদ্যোগে করোনা ভ্যাকসিন বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হল ৮ ই সেপ্টেম্বর ইন্দাসের সাঁকরোল মসজিদে।
প্রধধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ইমাম পরিষদের সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁটাদিঘী বালিকা মাদ্রাসা “জামেয়া উম্মে কুলসুম লিল বানাত” এর কোষাধ্যক্ষ ওমর খালিদ, জেলা জমিয়তে সহ সভাপতি নিয়ামত আলি মণ্ডল, ব্লক ইমাম পরিষদ সভাপতি মওলানা শাহাবুদ্দিন,ব্লক জমিয়ত সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
এদিনের সভায় উপস্থিত সমস্ত ইমাম ও মুয়াজ্জিনদের ভ্যাকসিন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। ভ্যাকসিন সম্পর্কিত প্রচলিত ধারণাগুলি থেকে বেরিয়ে এসে এর সুফল ও প্রয়োজনীয়তা বোঝানো হয়। উদ্যোক্তারা জানান যে, ব্লক প্রসাশনের সাথে আলোচনা সাপেক্ষে নির্দিষ্ট দিনে ইমাম ও মুআজ্জিনগণকে যাতে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়, তার অনুরোধ জানানো হবে। সেজন্য আজকে সমস্ত ইমামদের আধার কার্ডের ফটো কপি জমা নেওয়া হয়।
এদিন সমগ্র ব্লকের সব মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে জানান, ইমাম পরিষদের ইন্দাস ব্লক কমিটির পক্ষে অনুষ্ঠানটির আয়োজক ও সভাপতি মওলানা সাহাবুদ্দিন সাহেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct