আপনজন ডেস্ক: পুজোর আগেই যতটা সম্ভব নিকাশির কাজ ও রাস্তাঘাটের সংস্কার হবে। বৃহস্পতিবার সকালে হাওড়া পুরনিগম এলাকার ৫০ নং ওয়ার্ড ঘুরে একথা জানান পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। এদিন পুরনিগমের আধিকারিকদের সঙ্গে নিয়ে চকপাড়া সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তাঁরা। সঙ্গে ছিলেন এলাকার প্রাক্তন পুরপিতা ত্রিলোকেশ মন্ডল। উপস্থিত ছিলেন ওই অঞ্চলের নাগরিক কমিটির সভাপতি অসিত চট্টোপাধ্যায়।
স্থানীয় বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের সমস্যার কথা পুর আধিকারিকদের বলেন। এলাকায় জল নিকাশি ব্যবস্থা রাস্তাঘাট নিয়ে অভিযোগ জানান বাসিন্দারা। সুজয়বাবু আশ্বাস দেন পুজোর আগেই নিকাশি ব্যবস্থা ও রাস্তাঘাটের যতটা সম্ভব উন্নয়ন হবে। গলির রাস্তা তৈরি হবে। আলোর ব্যবস্থা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct