এহসানুল হক, বসিরহাট: প্রকাশ্য দিবালোকে আইনজীবিকে শারীরিক নিগ্রহ।প্রতিবাদে রাস্তা অবরোধ আইনজীবিদের।প্রায় দু ঘন্টা রাস্তা অবরোধে স্তব্ধ হয়ে যায় বসিরহাট শহর। অবরোধ তুলতে কার্যত নাকানি চোবানি খেতে হয় পুলিশকে।শেষে ঘটনাস্থলে এসে অভিযুক্ত পুলিশ কর্মী ক্ষমা চাইলে অবরোধ উঠে যায়।স্বাভাবিক হয় যান চলাচল।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে। অভিযোগ, বসিরহাট মহকুমা আদালতের আইনজীবি শাহানাজ আলি মণ্ডল ইটিন্ডা রোড ধরে আদালতে আসছিলেন।সে সময় ইটিন্ডা রোডে নিত্য দিনের মতো সৃষ্টি হয় যানজটের। আইনজীবি শাহানাজ আলী মণ্ডলের আদালতে ঢুকতে দেরি হওয়ার কারণে ট্রাফিক আইন ভেঙে আদালতের মূল প্রবেশ দ্বারে আসতেই কর্তব্যরত জনৈক পুলিশ কর্মী ছুটে আসেন এবং তার গাড়িটি আটকে দেয়। যা নিয়ে উভয়ের মধ্যে শুরু হয় তর্কাতর্কি।
আইনজীবি ভুল স্বীকার করেন এবং প্রয়োজনে জরিমানা দিতেও রাজি থাকেন।আদালতের সময় বয়ে যাচ্ছে।আমাকে ছাড়ুন।এমতবস্থায় মেজাজ হারান ওই পুলিশ কর্মী।আইনজীবির জামার কলার ধরে ধাক্কা মারেন এবং অশ্রাব্য গালিগালাজ করেন।ঘটনার পর আক্রান্ত ওই আইনজীবি বসিরহাট কোর্ট বার অ্যাসোসিয়েশনে অভিযোগ জানান।বিক্ষোভে ফেটে পড়েন আদালত চত্বরে উপস্থিত বাকি আইনজীবিরা।প্রতিবাদে তারা দুপুর ১২টা থেকে বসিরহাট বোটঘাট এলাকায় ইটিন্ডা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।শহরের ব্যস্ত সময়ে এ হেন অবরোধে সৃষ্টি হয় ব্যাপক যানজটের।যানজট এড়িয়ে গন্তব্যস্হলে যেতে সাধারণ পথচারীদের হিমশিম খেতে হয়।দীর্ঘ সময় এ ভাবে চলার পর আইনজীবিদের দাবি মতো অভিযুক্ত পুলিশ কর্মী প্রকাশ্য রাস্তায় ক্ষমা চাইলে বেলা পৌনে দুটো নাগাদ অবরোধ উঠে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct