আপনজন ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেশটির লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-হারবিকে বরখাস্ত করেছেন। মঙ্গলবার সৌদি জননিরাপত্তা বিভাগের প্রধান আল-হারবিকে বরখাস্ত করেন দেশটির বাদশাহ। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে দুবাইভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়া।
সৌদি জননিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-হারবি কিছু আইন ভঙ্গ করেন বলে এক তদন্তে জানা গেছে। রাষ্ট্রয়াত্ব সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে জানা গেছে যে এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
মঙ্গলবার প্রকাশিত এ রাষ্ট্রীয় ফরমানে জেনারেল খালেদ আল-হারবি সম্পর্কে বলা হয় যে তিনি ব্যক্তিগত স্বার্থে জনগণের অর্থ হাতিয়ে নিয়েছেন। তিনি বেশ কয়েকটি মারাত্মক অপরাধ করেছেন। তার অপরাধের মধ্যে আছে জালিয়াতি, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহার। তিনি সরকারি ও বেসরকারি খাতের ১৮ ব্যক্তির সাথে প্রতারণা করেছেন।
সৌদি আরবের জাতীয় দুর্নীতিবিরোধী কমিশন আশা করছে যে জেনারেল খালেদ আল-হারবি যে সকল অপকর্ম করেছেন তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। এছাড়া যারা তার সাথে জড়িত তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct