সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: কলকাতা হাইকোর্ট বিশ্বভারতীর বহিষ্কৃত তিন পড়ুয়ারাদের প্রতি স্থগিতাদেশ জারির আদেশ। খবর শুনতেই অকাল বসন্ত উৎসবে পড়ুয়ারা রং বেরং এর আবির খেলায় মেতে ওঠেন। দীর্ঘ ১২ দিন অবস্থান মঞ্চ তৈরি করে একটানা আন্দোলন চালিয়ে গেছে ।তার মধ্যে উপাচার্য গৃহ পূর্বিতা থেকে ৫০ মিটার দূরে অবস্থান মঞ্চ স্থানান্তর করতে হয় কোর্টের নির্দেশ মোতাবেক।
অনশনে বসে ছাত্রী রুপা চক্রবর্তী ও অধ্যপক সুদীপ্ত ঘোষ ৪ দিন ধরে। আজকে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি তে স্থগিতাদেশ জারিকে আংশিক জয় বলে দাবি বিশ্বভারতীর অনশন কারী সহ অন্যান্য পড়ুয়াদের। বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলন কে রাজ্যের একধিক ইউনিভার্সিটির পড়ুয়ারা সমর্থন জানিয়েছিল ।বাদ পড়েনি রাজ্যের রাজনৈতিক সংগঠন গুলো তৃণমূল বাম কংগ্রেস সহ অন্যান্য রাজ্যনৈতিক দলগুলো পর্যন্ত। হাইকোর্টের নির্দেশ পড়ুয়াদের বহিষ্কারের স্থগিতাদেশ জারি শোনার পরেই তারা রঙ বেরঙের আবির খেলায় মেতে ওঠে। আন্দোলন কারী পড়ুয়ারাদের মতামত যে,বিশ্বভারতীর পড়ুয়ারা রবীন্দ্র আর্দশ কে মেনে চলে,তাই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন কে রাজনীতি মুক্ত রাখতে চায়,এজন্য এই আন্দোলন শুধুমাত্র ছাত্র আন্দোলনে পরিনত হয়। যে সকল রাজনৈতিক অ- রাজনৈতিক সংগঠন আন্দোলনরত পড়ুয়াদের পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
বর্তমান উপাচার্য বিদুৎ চক্রবর্তী থাকাকালীন ক্যাম্পাসের মধ্যে সমস্ত অনুষ্ঠান বন্ধ হয়ে আছে এমনকী বসন্ত উৎসব পর্যন্ত দুই বছর ধরে বন্ধ। হাইকোর্টের রায় আমাদের অংশিক জয় তাই লাল,হলুদ,সবুজ,নীল সমস্ত রঙের আবির খেলায় মেতে উঠেছে, পরস্পর মিষ্টি মুখও করা হচ্ছে। হাইকোর্টের রায়ে সমর্থকদের মধ্যেও জয়ের আনন্দ উপভোগের চিত্র ফুটে উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct