মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: ২০১৭সালে বর্ধমানে একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে দশ বছরের কারাদণ্ড ঘোষণা করলন বর্ধমান জেলা আদালতের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অর্জুন মুখার্জী। এই রায় শুনে এদিন আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন অভিযুক্তের আত্মীয়রা। এই মামলার সরকার পক্ষের আইনজীবী উদয় কোনার জানান অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছিল পুলিশ।
২০১৭ সালের ডিসেম্বর মাসে ডাকাতি ও মারধরের ঘটনা ছাড়াও আরও একাধিক অভিযোগ রয়েছে এই পাঁচজনের বিরুদ্ধে। ফলে আজ চারজনকে সর্বোচ্চ কারাদণ্ড ১০ বছর সাজা ঘোষণা করলো বর্ধমান আদালত। অন্যদিকে অভিযুক্তদের আইনজীবী কমল দত্ত জানান এই মামলার চার্জশিটে একাধিক অসঙ্গতি রয়েছে। ফলে আদালত যে সাজাই দিক না কেন, সে ক্ষেত্রে হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা। পাঁচজন অভিযুক্তের মধ্যে চারজনের বাড়ি বিহারে এবং একজনের বাড়ি বর্ধমান শহরে। এদের মধ্যে একজন নাবালক রয়েছে। একসঙ্গে চার জনের দশ বছরের জেল , বর্ধমান আদালতের আইনজীবী মহলে যথেষ্ট সারা ফেলে দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct