রাকিবুল ইসলাম, বহরমপুর: হরিহরপাড়া হাজী এ,কে খান কলেজের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নতুন ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী সুব্রত সাহা, ও বিধায়ক নিয়ামত সেখ৷ মুর্শিদাবাদের হরিহরপাড়া হাজী এ,কে খান কলেজের প্রতিষ্ঠা দিবস পালিত হল বুধবার কলেজ প্রাঙ্গনে। পাশাপাশি কলেজের নতুন ভবন উদ্বোধন করেন ও সি,ব,নি পত্রিকা উদ্বোধন করেন এবং কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। বিধায়ক নিয়ামত শেখ বলেন আজ ৮ই সেপ্টেম্বর আজকের দিনে আমাদের কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল তাই আজ প্রতিষ্ঠা দিবস পালিত হলো কলেজে। এই কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা ভালো রেজাল্ট করে হরিহরপাড়ার মুখ উজ্জ্বল করবে বলে জানান তিনি। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা বলেন. হরিহরপাড়ার ছাত্র ছাত্রীরাই কলেজের প্রাণ তাই আগামী দিনে কলেজের পঠন পাঠনের মধ্য দিয়ে কলেজের নাম উজ্জ্বল করবে। কলেজের উন্নয়নের জন্য সব সময় পাশে আছে বলে জানান তিনি।
এদিনের উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, স্থানীয় বিধায়ক নিয়ামত সেখ, প্রাক্তন বিধায়ক শাওনী সিংহ রায়, কলেজের অধ্যক্ষ গৌতম কুমার ঘোষ, কলেজের পরিচালন কমিটির সভাপতি হাতেমূল ইসলাম সহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct