আপনজন ডেস্ক: ২০১৭ সালে জয়পুর-দিল্লি জাতীয় সড়কে গোরক্ষকদের হাতে নির্মমভাবে মৃত্যু হয়েছিল পেহলু খানের। অভিযুক্ত গোরক্ষকরা অবশ্য পরে ট্রায়াল কোর্টে মুক্তি পেয়ে যান। কিন্তু তার বিরুদ্ধে আদালতে যান পেহলু খানের পুত্র ইরশাদ। সেই মামলায় রাজস্থান হাইকোর্ট ৬জন গোরক্ষককে ফের গ্রেফতারের নির্দেশ দিল।
হরিয়ানার দুধ বিক্রেতা পঞ্চান্ন বছর বয়সী পেহলু খানকে ২০১৭ সালের ১ এপ্রিল জয়পুর-দিল্লি জাতীয় সড়কের আলওয়ারে গোরক্ষকদের একটি দল গরু পাচারের অভিযোগে হত্যা করে। ক্যামেরায় ধরা পড়া এই নির্মম কাজটি ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে এবং গোরক্ষার নামে দক্ষিণপন্থী দৃষ্কৃতীদের সাধারণ মুসলমানদের উপর আক্রমণের একটি আইকনিক পর্বে পরিণত হয়। সেই মামলায় আলওয়ারের আলওয়ারের ট্রায়াল কোর্টে ৬ জন গোরক্ষককের বিরুদ্ধে মামলা হয়। ১৪ আগস্ট, ২০১৯ তারিখে বিচার আদালত তাদের বেকসুর খালাস দেয়। পুলিশ জানায়, তাার তদন্ত করে েদখে গোরক্ষকদের ভূমিকা খুঁজে পায়নি। তাই বিপিন যাদব, কালু রাম, দয়ানন্দ, রবীন্দ্র কুমার, যোগেশ কুমার এবং ভীম রাঠিকে ছেড়ে দেওয়া হল।
পেহলু খানের পুত্র রাজস্থান হাইকোর্টে মামলা করে বলেন, ট্রায়াল কোর্টের প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য বাতিল করা ভুল ছিল। ইরশাদের আবেদন ছাড়াও সরকার বিশেষ তদন্ত দলের তদন্তের ভিত্তিতে ট্রায়াল কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও দায়ের করেছিল, যা পুলিশের তদন্তে ত্রুটির কথা উল্লেখ করেছিল। দুটি আপিলই একত্রিত করা হয়েছে। সব কিছু বিবেচনা করে বিচারপতি গোবর্ধন বরধার ও বিচারপতি বিজয় বিষ্ণোইকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গোরক্ষকদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct