আপনজন ডেস্ক: অসমের ব্রহ্মপুত্র নদীতে দুটি যাত্রীবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। নৌকায় প্রায় ১২০ জন যাত্রী ছিল। ঘটনাটি ঘটেছে জোরহাট জেলার নিমতি ঘাটে। রাত পর্যন্ত ৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৪টে নাগাদ মা-কমলা নামে এক যাত্রী নিমতি ঘাট থেকে ফেরি মাজুলি কমলাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঠিক তখনই মাজুলি থেকে আরেকটি ফেরি আসছিল। প্রায় ৩৫০ মিটার দূরে দুটি ফেরিমুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে মাজুলিমুখী মা - কমলা নামে ফেরিটি ধীরে ধীরে ব্রহ্মপুত্রের জলে ডুবে যায়। কিছু লোক সাঁতার কেটে রক্সা পেলেও যদিও প্রায় ৩০/৪০ জন নিখোঁজ বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মন্ত্রী বিমল বরাকে নির্দেশ দিয়েছেন সেখানে যাওয়ার জন্য।
জেলা প্রশাসনের কর্মীদের পাশাপাশি এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে গিয়ে জলের নীচে ফেরিটি উদ্ধার করে এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যায়।
পাশাপাশি এই দুর্ঘটনায় মর্মাহত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ট্যুইট, ‘নিমতি ঘাটের নৌকাডুবির ঘটনায় আমি মর্মাহত।‘
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct