আপনজন ডেস্ক: হওয়ার কথা ছিল মহারণ, কিন্তু দেখতে হলো মহা লজ্জা। বলা হচ্ছে, পরশু সাও পাওলোয় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের কথা। খেলার ৭ মিনিটের মাথায় ব্রাজিলের স্বাস্থ্য তত্ত্বাবধানকারী সংস্থার (আনভিসা) কর্মকর্তারা হুট করে মাঠে ঢুকে পড়েন।
চার আর্জেন্টাইন খেলোয়াড়কে আটক করতে এসেছিলেন তাঁরা। এতে স্থগিত হয়ে যায় ম্যাচ। ব্রাজিলের পুলিশ এবার সেই চার আর্জেন্টাইন খেলোয়াড়ের বিপক্ষে তদন্ত শুরু করেছে। ব্রাজিলে ঢোকার সময় মিথ্যা তথ্য দেওয়া ও কোভিড নিয়মাবলি না মানার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
জিওভান্নি লো সেলসো, ক্রিস্টিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্তিনেজ ও এমিলিয়ানো বুয়েন্দিয়াকে আটক করতে এসেছিলেন আনভিসার কর্মকর্তারা। পুলিশ নিয়েই মাঠে ঢুকেছিলেন তাঁরা। বুয়েন্দিয়া আর্জেন্টিনার একাদশে ছিলেন না। আনভিসার দাবি, ইংল্যান্ডের ক্লাবে খেলা এই চার আর্জেন্টাইনকে ব্রাজিলের নিয়ম অনুযায়ী কোয়ারেন্টিন করতে হতো, কিন্তু সেটি না করে ওই চার খেলোয়াড় কোয়ারেন্টিন ছাড়া মাঠে নামায় গোল বাধে ম্যাচে। মিডিয়া বলছে, ব্রাজিলের অফিশিয়ালদের বিশ্বাস, কোয়ারেন্টিন এড়াতে এই চার খেলোয়াড় মিথ্যা তথ্য দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct