অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হয় জাতীয় পুষ্টি সপ্তাহ। মঙ্গলবার তপন রবীন্দ্রভবনে এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তপন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাসুদ করিম শেখ, যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল কুমার দাস, সিডিপিও সাহেব মন্ডল,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস, সহ-সভাপতি তাপস কুমার মন্ডল প্রমুখ। এবিষয়ে তপনের বিডিও মাসুদ করিম শেখ জানান, ১১ টি গ্রাম পঞ্চায়েতের ৪৯ জন অপুষ্টিতে ভোগা শিশুর মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দিয়েছি।
তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস জানান, অপুষ্টিতে ভুগছে শিশুর খাদ্য সামগ্রী তুলে দিলাম। যাতে তারা শিশু গুলোকে খাওয়াতে পারে। আগামী দিনে যাতে তাদের খাদ্য ও পুষ্টির ঘাটতি না হয়, সেজন্য আমরা সেই সমস্ত মায়েদের ব্লক প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে হাঁস ও মুরগির বাচ্চা দেব এবং এনআরজিএস প্রকল্পের মাধ্যমে পুষ্টির বাগান তৈরি করে দেবো। সাথে আরও কিছু যাতে সহযোগিতা করা যায় সেটা আমরা ভাবছি ।পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে শিশু গুলির পরিবারের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি সে চেষ্টায় আমরা করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct