আপনজন ডেস্ক: অবশেষে তালিবানরা আফগানিস্তানে নতুন মন্ত্রিসভা ঘোষণা করল। নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। উপ-প্রধানমন্ত্রী করা হয়েছে দুজনকে। তালিবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার, যিনি গত বছর ট্রাম্প প্রশাসনের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরকারী দলের প্রধান জনমুখ, তিনি তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর একজন হলেন মোল্লা আবদুল সালাম।
তিন সপ্তাহ আগে আফগানিস্তানের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর এই সরকার ঘোষণা করা হল। মোল্লা হাসান আখুন্দ দীর্ঘ দিন ধরে গ্রুপটির শূরার নেতা হিসেবে কাজ করছেন। তিনি বেশ প্রভাবশালী ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তিনি সামরিক বিভাগে সক্রিয় না হলেও ধর্মীয় বিষয়গুলোর তদারকিতে বেশি নজর দেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তালিবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নতুন সরকারের ঘোষণা দেন। তিনি ৩৩ সদস্যবিশিষ্ট ‘নতুন ইসলামি সরকারের’ কথা ঘোষণা করে বলেন, বাকি পদগুলো সতর্ক বিবেচনার পর ঘোষণা করা হবে।
হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি নতুন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্র তার মাথার মূল্য ৫০ লাখ পাউন্ড বলে ঘোষণা করে রেখেছে। যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন মনে করে। নতুন সরকারে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মোল্লা ইয়াকুব। তিনি তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে এবং ২০১৬ সাল থেকে তালিবানের উপ-নেতা হিসেবে কাজ করছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমির খান মুত্তাকি। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন হেদায়েতুল্লাহ বাদরি।
মুজাহিদ আরো বলেন, আমরা জানি যে আমাদের দেশের জনগণ একটি নতুন সরকারের জন্য অপেক্ষা করছিল।
মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী আব্দুস সালাম হানাফি, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী হেদায়েতুল্লাহ বদ্রী, ভারপ্রাপ্ত অর্থনীতি মন্ত্রী দীন মোহাম্মদ, কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর মোহাম্মদ ইদ্রিস।
সরকারে কেন মহিলা কোনো প্রতিনিধিত্ব নেই, এই প্রশ্নের জবাবে তালিবান নেতা সেকান্দার কারমানি বলেন, মন্ত্রিসভা এখনো চূড়ান্ত হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct