আপনজন ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ফের অনিয়মের অভিযোগ উঠল। স্কুলশিক্ষক নিয়োগে সেই অনিয়মের কথা আদালতে তুলে ধরায় কলকাতা হাইকোর্ট চরম ভর্ৎসনা করল স্কুল সার্ভিস কমিশনকে। স্বভাবতই বার বারে স্কুল সার্ভিস কমিশনের ভুরের জেরে যেবাবে চাকরি প্রার্থীরা বঞ্চনার অভিযোগ তুরছেন তা নাড়া দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। তাই সোমবার সেই মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বললেন, আর স্কুল সার্ভিস কমিশনের উপর বিশ্বাস নেই। জানা গেছে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে মামলা দায়ের করেন এক চাকরিপ্রার্থী।
তিনি কলকাতা হাইকোর্টে এ নিয়ে মামলা করে জানান, ২০১৬ সালে এসএলএসটি পরীক্ষা দিয়েছিলেন। তবে চাকরি পাননি। পরে আরটিআই (তথ্য জানার অধিকার আইন) মারফত জানতে পারেন যে ৬০ শতাংশ নম্বর নিয়ে মেধাতালিকায় ঠাঁই পেয়েছেন তিনি। অথচ তাঁর থেকে কম নম্বর পেয়েও চাকরি পেয়েছে অপর একজন। তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৫৮ শতাংশের কিছুটা বেশি।
সেই মামলার শুনানির সময় ভুল স্বীকার করে নিয়েছে কমিশন। সেইমতো রিপোর্টও জমা দেওয়া হয়। সেই রিপোর্ট দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রীতিমতো ক্ষোভের সুরে বিচারপতি বলেন, ‘স্কুল সার্ভিস কমিশনের উপর কোনও ভরসা নেই।’ সেইসঙ্গে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি।
তবে এই প্রথম হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়েনি কমিশন। আগেও একাধিক মামলায় হাইকোর্টে রীতিমতো অস্বস্তির মুখে পড়তে হয়েছে। মাসকয়েক আগেই উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি মন্তব্য করেছিলেন ‘স্কুল সার্ভিস কমিশন অপদার্থ। কী ধরনের আধিকারিক এই কমিশনের দায়িত্বে আছেন? এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct