আপনজন ডেস্ক: শ্রীলঙ্কায় একটি হাতি যমজ বাচ্চার জন্ম দিয়েছে। বিরল এ ঘটনাটি দেশটিতে গত ৮০ বছরের মধ্যে প্রথম বলে জানা গেছে।
ইয়াহু নিউজ জানিয়েছে, সুরঙ্গি নামে একটি ২৫ বছর বয়সী হাতি ‘পিন্নাওয়ালা হাতি এতিমখানা’য় ওই যমজ বাচ্চার জন্ম দেয়। হাতির বাচ্চাগুলোর বাবা পান্ডুও ওই এতিমখানার।
পিন্নাওয়ালা হাতি এতিমখানার প্রধান রেনুকা বন্দরনায়েকে জানিয়েছেন, বাচ্চা ও তাদের মা সুস্থ আছে। আকারে কিছুটা ছোট হলেও বাচ্চাগুলো মোটামুটি সুস্বাস্থ্য নিয়ে জন্ম নিয়েছে। এর আগে ১৯৪১ সালে শ্রীলঙ্কায় একটি হাতি যমজ বাচ্চার জন্ম দেয়।
সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব অ্যানিমেলসের মতে, হাতিদের যমজ হওয়ার সম্ভাবনা মাত্র ১ শতাংশ, তবে বন্য আফ্রিকান হাতিতে বেশিরভাগ যমজ জন্ম হয়। হাতিদের জীবদ্দশায় প্রায় চার থেকে পাঁচটি বাচ্চা হতে পারে এবং কিছু প্রজাতির হাতি মোট ২২ মাস গর্ভবতী হতে পারে।
প্রসঙ্গত, আহত হাতি এবং পরিত্যক্ত বাছুর যেগুলো বনে বাঁচতে পারছিল না, তাদের বাঁচাতে পিনাওয়ালা হাতি এতিমখানাটি ১৯৭৫ সালে স্থাপিত হয়েছিল। এতিমখানাটিতে বর্তমানে ৯০টি হাতি রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct