আপনজন ডেস্ক: রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) যুদ্ধবিধ্বস্ত উত্তর ইথিওপিয়ার যে ফুটেজ প্রকাশ করেছে, তাতে সেখানকার তীব্র মানবিক সংকটের প্রতিফলন ঘটেছে। রাষ্ট্রসংঘ সতর্ক করে দিয়েছে যে সাহায্যের ক্ষেত্রে কার্যত অবরোধ লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে নিয়ে আসছে। ১০ মাস আগে ইথিওপিয়ার ফেডারেল সৈন্য এবং টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) অনুগত বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়, যা টিগ্রে অঞ্চল নিয়ন্ত্রণ করে। হাজার হাজার লোক মারা গেছে এবং ২০ লক্ষেরও বেশি মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
জাতিসংঘ গত সপ্তাহে টিগ্রের যুদ্ধে সব পক্ষকে এই অঞ্চলে সাহায্য চলাচলের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে, যেখানে বলা হয়েছে ৫২ লক্ষ মানুষ বা জনসংখ্যার ৯০% অবিলম্বে মানবিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে ৪,০০,০০০ লোক রয়েছে যারা ইতিমধ্যে দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে, এতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র বিলিন সেয়ুম গত সপ্তাহে ইথিওপিয়ার সরকার সাহায্য বন্ধ করে দিচ্ছে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct