আপনজন ডেস্ক: পাঞ্জশির দখলের দাবি জানাল তালিবানরা। সেই তাদের দাবি প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ তাজিকিস্তানে এবং আহমদ মাসুদ আত্মগোপনে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এ দুজনের নেতৃত্বেই পাঞ্জশিরে প্রতিরোধ আন্দোলন চলছিল।
কাবুলে তালিবানের উপস্থিতির পরপরই প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ার পর আমরুল্লাহ সালেহ নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি পালাবেন না বা আত্মসমর্পণ করবেন না।
তালিবান জানিয়েছেন, এই কয়েক দিন যারা পাঞ্জশির নিয়ন্ত্রণ করেছিলেন, তারা কেউ এখানে নেই। তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ মাসুদ আফগানিস্তান ত্যাগ করে প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে গেছেন। তালিবান;রে দাবি প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আহমদ মাসুদের বাড়িরও দখল নিয়েছে। নেটমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে মাসুদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তালেব যোদ্ধারা। মাসুদ আত্মগোপনে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct