আপনজন ডেস্ক: ইসরাইলের উত্তরাঞ্চলের অন্যতম সুরক্ষিত একটি কারাগার থেকে গোপন সুড়ঙ্গ ব্যবহার করে রাতের আঁধারে পালিয়ে গেছেন ৬ ফিলিস্তিনি বন্দী। রবিবার দিবাগত রাতে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে বলে খবর কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের অন্যতম সুরক্ষিত কারাগার গিলবোয়া। সেখান থেকেই ওই ছয় ফিলিস্তিনি সুড়ঙ্গ খুঁড়ে রবিবার দিবাগত রাত ৩টার দিকে পালিয়েছেন।ধারণা করা হচ্ছে- গত কয়েক মাস ধরে সুরঙ্গ খুঁড়েছিলেন তারা। কারাগারের যে সেলটিতে অবস্থান করছিলেন, সেখানেই গোপন সুরঙ্গটি পাওয়া গেছে। কারাগারটির দেয়ালের ঠিক পাশেই বড় রাস্তা রয়েছে এবং সুরঙ্গের মাথাও ঠিক সেখানে গিয়ে ঠেকেছে।কর্মকর্তারা বলছেন, কারাগারের বাইরে কৃষি মাঠগুলোতে কৃষকরা কাজ করছিলেন। তারাই প্রথমে বন্দিদের পালিয়ে যাওয়ার এই দৃশ্য দেখেন এবং কর্তৃপক্ষকে জানান। বন্দীদের মধ্যে একজন ফিলিস্তিনের আল-আকসা মার্টায়ার্স ব্রিগেডসের সাবেক প্রধান জাকারিয়া জুবেইদি। তিনি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের বাসিন্দা।
এদিকে, পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের ধরতে তাৎক্ষণিক অভিযান শুরু করেছে ইসরাইল। এই ঘটনাকে ‘বড় ধরনের নিরাপত্তা ত্রুটি ও গোয়েন্দা ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন কারাগারের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct