আপনজন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে উপনির্বাচনে অংশ নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তাই এখন ভবানীপুরে উপনির্বাচন। সেখানে পদত্যাগ করেছেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে বিজেপি এখানে কাকে প্রার্থী করবে তা নিয়ে দলের অভ্যন্তরে জোর আলোচনা চলছে। ভবানীপুরে আসনে মমতার জনপ্রিয়তা আকাশছোঁয়া।স্থানীয় কোনো বিজেপি নেতা মমতার বিরুদ্ধে নির্বাচনে লড়াই করার সাহস পাচ্ছেন না। শুধু শুধু গো হারার কালিমা কেউ গায়ে মাখতে চাইছেন না। বিজেপি এখনও ভবানীপুরের প্রার্থী ঠিক করতে পারেনি। মঙ্গলবার বিজেপি এই নিয়ে বৈঠকে বসবে। এ ব্যাপারে প্রধান বিরোধী দল এখনই ব্যাকফুটে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘বিজেপি জনবিচ্ছিন্ন। যে কটা কেন্দ্রে ভোট হওয়ার কথা, সব কটাতেই আমরা ভোট চাইছি। নির্বাচন কমিশন সব দলের কথা শুনে তার পরে এই সময়ে ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা করেছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct