আপনজন ডেস্ক: স্বামী বেঁচে আছেন। সুস্থভাবে জীবনযাপনও করছেন। ভোটার তালিকাতেও সবাই জীবিত। স্থানীয় ও জাতীয় নির্বাচনের সময় ভোটও প্রদান করছেন তারা। শুধু বিধবা হিসেবে উপকারভোগী স্ত্রীদের নামে ইস্যু করা কার্ডে জীবিত স্বামীকে দেখানো হয়েছে মৃত। সরকারি খাতায় স্বামীকে মৃত দেখিয়ে বছরের পর বছর ধরে নেত্রকোনার পূর্বধলায় তুলছেন বিধবাভাতা। বিষয়টি নিয়ে এরই মধ্যে জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে দেওয়া হয়েছে অভিযোগ। আর এ নিয়ে লিখিত অভিযোগ দেওয়ায় বাদীকে দেওয়া হচ্ছে খুনের হুমকি। তবে এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সমাজসেবা কর্মকর্তা। জেলা প্রশাসককে দেওয়া লিখিত অভিযোগে জানা যায়, জীবিত থেকেও মৃত এসব মানুষের সংখ্যা অন্তত ১২ জন। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পৃথক দুটি গ্রামে। তারা হলেন- জাওয়ানি গ্রামের এখলাছ উদ্দিন, হাছেন আলী, আলী নেওয়াজ, জহর উদ্দিন, হাসিম উদ্দিন, আবদুর রহিম, সিদ্দিক খান, মরম আলী, বজলু মিয়া, রইছ উদ্দিন, ভুগী গ্রামের নবী হোসেন ও আবু হোসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct