আপনজন ডেস্ক: বাস চালক মনজুর হোসেন নিজের কথা না ভেবে যাত্রীদের সুরক্ষার কথা ভেবে ডাকাতের হাতে প্রাণ দিল। করোনার কারণে টানা লকডাউনের পুরোটা সময় বেকার বসে ছিলেন হানিফ এন্টারপ্রাইজের বাস চালক মনজুর। ঘর ভাড়া বাকি পড়েছিল কয়েক মাস। স্ত্রী অসুস্থ, চিকিৎসার জন্যও টাকা দরকার ছিল। তাই টানা নয় দিন বাসায় না গিয়ে বাস চালাচ্ছিলেন তিনি। গত ৩১ অগাস্ট রাতে পঞ্চগড়গামী মনজুরের বাসটি রংপুরের পীরগঞ্জ থানা এলাকার মহাসড়কে যাত্রীবেশী ডাকাতের কবলে পড়ে। যাত্রীদের নিরাপদ করতে রাস্তার ওপর গাড়িটি আড়াআড়ি করে দাঁড় করানোর চেষ্টা করছিলেন মনজুর। তার উদ্দেশ্য বুঝতে পেরে তার কাঁধ বরাবর ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় ডাকাতরা। সেই আঘাতেই পরে মৃত্যু হয় ৫৫ বছর বয়সী মনজুরের। ওই ডাকাতি ও হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তারের পর রাব পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “চালক মনজুর এলোমেলো গাড়ি চালিয়ে ডাকাতদের কবল থেকে যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। ডাকাতেরা বিষয়টি বুঝতে পেরে তার কাঁধে কোপ দিয়ে বসে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct