জৈদুল সেখ, ভরতপুর: সরকারি নির্দেশিকা না মেনে বেআইনিভাবে ষাট বছরের উর্ধ্বে বয়স্ক নাগরিকদের করোনা ভ্যাকসিন দেওয়া হল ষাট বছরের নিচের বয়স্ক গ্রামবাসীদের। এমনই অভিযোগ উঠলো আশাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার ভরতপুর থানার অন্তর্গত আলুগ্রাম গ্রামপঞ্চায়েত ভবনে দুইশো জন বয়স্ক গ্রামবাসীকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, দুইশোটি ভ্যাকসিনের কুপন ইস্যু করাও হয়েছিল কিন্তু বিলি করা হয়েছে দেড়শ কুপন আর পঞ্চাশটি কুপন বিক্রি করা হয়েছে মোটা টাকার বিনিময় এমনই অভিযোগের ঘটনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায়। উল্লেখ্য ভ্যাকসিন নিয়ে বিভিন্ন যায়গায় বিশৃঙ্খলা দেখা যাচ্ছিল, ফলে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা শাসক অপ্রতিম ঘোষ দুদিন আগে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন রাজ্য সরকারের ও জেলাশাসকের নির্দেশ অনুযায়ী এখন থেকে কোন হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে ভ্যাকসিন প্রদান করা হবে না। তিনি জানান, এবার থেকে ভ্যাকসিন দেওয়ার সেন্টার হবে শুধুমাত্র এলাকার হাইস্কুলে। ভোটার লিষ্ট অনুযায়ী আশাকর্মী বা স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনের কুপন দিয়ে আসবেন। সেই কুপনে উল্লেখ করা থাকবে নির্দিষ্ট দিন বা সময় ও কোন স্থানীয় হাইস্কুলে ভ্যাকসিন দেওয়া হবে । যতগুলি কুপন দেওয়া হবে ঠিক ততগুলিই ভ্যাকসিন দেওয়া হবে৷ তিনি আরো জানান, ভ্যাকসিন দেওয়ার ৪৮ ঘন্টা আগে আশাকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাকসিনের কুপন দিয়ে আসবেন । এক্ষেত্রে বয়সের ভিত্তিতে ধাপে ধাপে ভ্যাকসিন দেওয়া হবে। এমন ঘোষণায় কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জনসাধারণ। কিন্তু আশাকর্মীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ সাধারণ মানুষকে হতাশ করে তুলেছে বলে মনে করা হচ্ছে।
যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন ভরতপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অবিনাশ কুমার। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের কর্তব্যে অবহেলা ও এলাকার স্বাস্থ্যকর্মীদের দুর্নীতির প্রতিবাদে সরব হয়েছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শাসক দলের সদস্য বাবর আলী পুরো ঘটনার তদন্ত ও দোষীদের সাজার দাবি জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা
অপরদিকে এলাকার আশা কর্মীদের অপদার্থতা জন্য এলাকার গ্রামবাসীরা দাবি জানিয়েছেন দৃষ্টান্তমূলক শাস্তির প্রশাসনকেই। সব মিলিয়ে চরম বিশৃঙ্খলা এর মধ্য দিয়ে সোমবার করোনা ভ্যাকসিন প্রদান শিবির অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের ভরতপুর থানার আলো গ্রাম গ্রাম পঞ্চায়েত ভবনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct