আপনজন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ে অভিযোগ করেছেন বিজেপি যা করছে তা ‘প্রতিহিংসার রাজনীতি’।
এ বিষয়ে অভিষেক বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অর্থ কেলেঙ্কারি মামলায় তাকে নয়াদিল্লিতে হাজির থাকতে সমন জারি করেছে, সেই তদন্তের জন্য তিনি প্রস্তুত। যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তিনি জনসমক্ষে নিজেই ফাঁসেত ঝুলবেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার নয়াদিল্লিতে ইডির সামনে হাজির হতে বলা হয়েছে। তাঁর স্ত্রী রুজিরা ব্যানার্জিকেও ১ সেপ্টেম্বর এজেন্সির সামনে হাজির হতে বলা হয়েছিল। তিনি অবশ্য তা প্রত্যাখ্যান করেছিলেন। তার দুই ছোট বাচ্চার কথা উল্লেখ করে, তিনি ইডিকে তার পরিবর্তে তার কলকাতার বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করতে বলেছিলেন। নয়াদিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সামনে অভিষেক বলেন, আমার বিরুদ্ধে কোনও কেন্দ্রীয় সংস্থা যদি কোনও প্রমাণ জনসমক্ষে আনতে পারে, তাহলে আমার বিরুদ্ধে ইডি, সিবিআই লাগানোর দরকার নেই। এই যে এত বড় দুর্নীতির কথা বলছে, কেউ বলছেন ১০০ কোটি, কেউ বলেছেন ২০০ কোটি, কেউ বলছেন ৫০০ কোটি, কেউ বলছেন ১,০০০ কোটি - কেউ যদি কোথাও ১০ পয়সার লেনদেন প্রমাণ করতে পারেন, তাহলে ইডি, সিবিআই লাগাতে হবে না। ফাঁসির মঞ্চ করে আমায় বলুন, আমি মৃত্যুবরণ করতে তৈরি আছি। আমি যে কোনও তদন্তের মুখোমুখি হতে তৈরি আছি। তিনি আরও বলেন, আমি যে কোনও তদন্তের জন্য প্রস্তুত। কিন্তু কেন তারা জিনিসগুলি জনসমক্ষে প্রকাশ করছে না? কলকাতাভিত্তিক একটি মামলার জন্য তারা আমাকে দিল্লিতে ডেকেছে।
রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি প্রশ্ন করেন, নারদ ঘুষ মামলায় কেন বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়নি। অভিষেক প্রশ্ন তোলেন, যাদের টিভিতে তাদের হাত বাড়িয়ে নির্লজ্জভাবে নগদ টাকা নিতে দেখা গেছে... ইডি এবং সিবিআই কেন তাদের দিকে চোখ ফিরিয়ে নিচ্ছে? কেন তাদের নাম অভিযোগপত্রে নেই?
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারীকে ২০১৮ সালে তাঁর এক নিরাপত্তা রক্ষীর অস্বাভাবিক মৃত্যুর তদন্তে সোমবার রাজ্য পুলিশের সামনে হাজির হতে হবে।
অভিষেক বন্দ্যেপাধ্যায় আরও বলেন, তারা নির্বাচনে তৃণমূলের কাছে হেরে গিয়েছে। তাই রাজনৈতিকভাবে আমাদের মুখোমুখি হতে না পেরে তারা প্রতিহিংসার রাজনীতি করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct