আপনজন ডেস্ক: "শিক্ষার কোনও শেষ নেই। জীবনের শেষদিন পর্যন্ত মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। জন্মের পর মা বাবা আমাদের প্রথম শিক্ষক। এরপর শিশু যখন একটু বড়ো হয় তখন স্কুলে শিক্ষকের কাছ থেকেই সে প্রথম পুঁথিগত শিক্ষা লাভ করে। এইভাবেই আমরা শিক্ষকের সাহচর্যে বড়ো হই। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে সমগ্র শিক্ষক সমাজকে আমার প্রণাম।" রবিবার ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে সমগ্র শিক্ষক সমাজকে এভাবেই শ্রদ্ধা জানালেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।
এদিন উত্তর হাওড়ার কৃষ্ণা ভবনে সালকিয়া ঋষি নব জ্যোতি ফাউন্ডেশন সোসাইটি আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে অরূপ রায় শিক্ষকদের সম্বর্দ্ধনা জানান। তিনি আরও বলেন, "সারা বিশ্বে যেখানেই ভারতীয়রা রয়েছেন, সেখানেই আজকের দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে আজকের দিনটি পালন করা হচ্ছে। প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হচ্ছে শিক্ষক দিবস। শিক্ষকদের বাড়িতে গিয়েও সম্মান জানানো হচ্ছে।" এদিন হাওড়ার ওই অনুষ্ঠানে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৪তম জন্মদিবস উপলক্ষে ৬০তম শিক্ষক দিবস পালন ও শিক্ষকদের সম্বর্দ্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী অরূপ রায় ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর তথা পুর প্রশাসকমন্ডলীর সদস্য বাপী মান্না, আইএফএ এর সহ সভাপতি শ্যামল মিত্র সহ আয়োজক সংস্থার কর্মকর্তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct