নিজস্ব প্রতিবেদক, হাওড়া: ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবসের দিন সকালে হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ডে বাটি হাতে ভিক্ষা করে অভিনব প্রতিবাদ জানালেন হাওড়া জেলার কারিগরি শিক্ষক ও শিক্ষাকর্মীরা ( NSQF শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা )। নিয়মিত বেতন, কর্মক্ষেত্রে স্থায়ীকরণ, সরকারি নিয়ম মেনে ৬০ বছর বয়স পর্যন্ত চাকুরির মেয়াদ বৃদ্ধি সহ এজেন্সির দ্বারা পরিচালনার হাত থেকে মুক্তির দাবিতে এদিনের এই অভিনব প্রতিবাদ বলে এনএসকিউএফ টিচার্স অ্যান্ড ল্যাব অ্যাসিস্ট্যান্টস এর তরফে জানা গেছে। তাঁদের অভিযোগ, তাঁরা সরকারি স্কুলে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের এনএসকিউএফ বৃত্তিমূলক শিক্ষা দিয়ে থাকেন। তাঁদের বেতন স্কুল থেকে তাঁরা পাননা। সরকার কোম্পানিকে প্রোভাইড করে। সেই কোম্পানির দ্বারা তাঁরা বেতন পান। এতেই তাঁরা সমস্যায় পড়েছেন। প্রতি মাসে তাঁদের বেতন হচ্ছে না। তিন-চার মাস ছাড়া বেতন দেওয়া হচ্ছে তাঁদের। পাশাপাশি সমস্যার কথা বলতে গেলে চাকরি থেকে বসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। শিক্ষক দিবসের দিনে হাওড়া জেলার কারিগরি শিক্ষক ও শিক্ষাকর্মীরা এদিন এই প্রতিবাদে সামিল হন। বাটি হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করেন তাঁরা। মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আবেদন সরকার যেন তাঁদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct