নিজস্ব প্রতিবেদক, হাওড়া: হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা এক প্রতিবন্ধী মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা বাড়িতে বসেই পেলেন। এ ব্যাপারে তাঁকে সাহায্য করতে এগিয়ে এলো প্রশাসন। এর আগে তাঁকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছিল। এরপর বিডিও, জগৎবল্লভপুর দু'নম্বর পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় বিধায়ক ওনার বাড়িতে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়ার ব্যবস্থা করা হয়। মহিলা প্রতিবন্ধী। মুখে কথা বলতে পারেন না। পারেন না ঠিকমত চলতে। শরীরের একাধিক অঙ্গ তার বিকল। প্রশাসনের আধিকারিকরা খবর পেয়ে তড়িঘড়ি সেই প্রতিবন্ধী মহিলার বাড়িতে গিয়ে সব ব্যবস্থা করে দেন। এতে খুশি মহিলার পরিবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct