আপনজন ডেস্ক: পবিত্র মসজিদুল হারামের তত্ত্বাবধানে পরিচালিত আল হারাম আল মক্কি উইম্যান কলেজের শরিয়াহ বিভাগের প্রথম স্নাতক শিক্ষাবর্ষ উদ্বোধন হয়েছে। বিভাগীয় প্রধান ও বিজ্ঞান, সংস্কৃতি বিষয়ক সহকারী কর্মকর্তা ড. ফাদিয়া বিনতে মুস্তফা আল আশরাফ এ কথা জানিয়েছেন।
ড. ফাদিয়া বলেন, কলেজের শিক্ষা ও ভর্তির কার্যক্রম এর মধ্যে সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে পবিত্র মসজিদে হারাম চত্বরে সরাসরি উপস্থিত হয়ে ক্লাসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর মধ্যে শরিয়াহ কলেজে ১৪৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
ড. ফাদিয়া জানান, অনলাইনে নারী শিক্ষার্থীদের ক্লাসের কার্যক্রম এর মধ্যেই শুরু হয়েছে। মসজিদ হারামের জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস এর শিক্ষা কার্যক্রমের তত্ত্বাবধান করছেন।
মসজিদুল হারাম ও মসজিদে নববির পরিচালনা পর্ষদের নারী উন্নয়ন বিভাগের উপপ্রধান ড. আল আনুদ বিনতে খালিদ আল আবুদ ও বিজ্ঞান, দাওয়াহ ও গবেষণা বিভাগের সহকারী প্রধান ড. নুরা বিনতে হিলালি আল দুওয়াইবিসহ অনেকে নারীদের শরিয়াহ কলেজ চালুতে বিশেষ ভূমিকা পালন করেন। এর আগে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পরিষদের শীর্ষপদসহ একাধিক পদে নারীদের নিয়োগ দেওয়া হয়।
স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ফের কুরআন হিফজের অধিবেশন শুরু হয়। মসজিদ পরিচালনা পর্ষদের কোরআন হিফজের পর্বের প্রধান বাদর আল মুহাম্মাদি বলেন, ‘কুরআন হিফজের পাঠ প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মসজিদুল হারামে কুরআন পাঠের পর্বগুলো পুনরায় চালু করতে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে।’
তিনি আরো বলেন, ‘পরিকল্পনা অনুসারে প্রাথমিকভাবে প্রতি পর্বে শুধুমাত্র ৮জন শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। এছাড়া স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে প্রতিদিন একটি অধিবেশন আয়োজনের ব্যবস্থা করা হয়।’
শুধুমাত্র করোনা টিকা গ্রহণকারীরা পবিত্র মসজিদে হারামের কোরআন হিফজের অধিবেশনে অংশ নিতে পারবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতামূলক সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct