রাজু আনসারী, অরঙ্গাবাদ: এবছরের ১৭ ফেব্রুয়ারী নিমতিতা বিস্ফোরণকাণ্ডে গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন রাজ্য সরকারের প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ তাঁর ২৭ জন সঙ্গী। জাকির হোসেন যে তিস্তা তোর্সা ট্রেন ধরতে এসে বোমাবিস্ফোরণে গুরু তর জখম হয়ে ছিলেন, সেই তিস্তা তোর্সা ট্রেন ধরে কলকাতা থেকে নিমতিতা স্টেশন হয়ে বাড়ি ফিরলেন।
শুক্রবার রাতে নিমতিতা রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্মে নেমে জাকির হোসেন উইল চ্যায়ারে বসে দুই নম্বর প্লাটফর্মে গিয়ে যে জায়গায় তিনি বোমাবিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন সেই ঘটনার স্থান ঘুরে দেখেন। গত ১৭ ফেব্রুয়ারি সুতির নিমতিতা স্টেশনে রাত পৌনে দশটা নাগাদ স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে তিস্তা-তোর্সা ট্রেন ধরতে এসে প্রাণঘাতী বোমা হামলায় গুরুতর আহত হন জাকির হোসেন সহ তাঁর ২৭ জন সঙ্গী।
তারপর কলকাতা এসএসকেএম হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি ও তার সঙ্গীরা। তবে একের পর এক ক্রাইম সংস্থার হাতে তদন্তের ভার গেলেও এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত। পায়ের ক্ষত চিহ্নের ব্যান্ডেজ এবং প্লাস্টার খুলে এসএসকেএম হাসপাতাল দীর্ঘ ছয় মাসের বেশি সময় পর কলকাতা থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে নিমতিতা স্টেশনে নেমে বাড়ি ফিরলেন সুতির অরঙ্গাবাদ নিজ বাস ভবনে।
প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন আহত হওয়ার পর থেকেই রাজ্য সরকারের তরফ থেকে মন্ত্রীর জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। জাকির হোসেনের বাড়ি ফেরার সময়ও নিমতিতা স্টেশন জুড়ে কড়া নিরাপত্তা বাহিনীর মধ্যেই গাড়িতে চেপে বাড়ি ফিরলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct