সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: শনিবার বেলা ১১ টা নাগাদ বিশ্বভারতীর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে “ কবিগুরুর আশ্রম আজ বিপন্ন, আশ্রমকে রক্ষা করা আমাদের দায়িত্ব”- ব্যানারে এই শ্লোগান কে তুলে ধরে আন্দোলনের কর্মসূচি শুরু হয়।জেলার একাধিক কলেজের পড়ুয়াদের নিয়ে বোলপুর শহরের ডাকবাংলা মাঠ থেকে বিশ্বভারতী পূরবী গেট পর্যন্ত পদযাত্রা আয়োজিত হয়।
মিছিলে কোনরকম মাইক ব্যবহার না করে খালি গলায় স্লোগান করে। বিশ্বভারতীর ৩ পড়ুয়াদের বহিষ্কার ফরমান প্রত্যাহার করতে হবে অবিলম্বে, এমনটাই দাবি ওঠে। বিশ্বভারতীর তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতৃত্ব জামশেদ আলী খান জানান যে পড়ুয়াদের আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা পাশে আছে।
বিশ্বভারতীর পড়ুয়াদের সমর্থনে আজ হাজার হাজার কলেজ পড়ুয়ারা পথে নেমেছে। তাদের পদযাত্রা শেষ করে ছাত্র সংগঠনের কয়েকজন বিশ্বভারতীর পড়ুয়াদের যে অস্থায়ী অবস্থান মঞ্চে এসে তাদের সাথে কথা বলেন। পাশাপাশি ডি এস ও বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন স্টেট ব্যাঙ্ক পর্যন্ত মিছিল করে প্রতিবাদ জানায়। অন্যদিকে বাঙলা মঞ্চ ও বোলপুর চৌরাস্তা থেকে শান্তিনিকেতন বকুল তলা পর্যন্ত মিছিল প্রতিবাদে সরব হয়ে ওঠে। সব মিলিয়ে আন্দোলনে অনড় পড়ুয়ারা, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে দিন দিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct