আপনজন ডেস্ক: মাত্রই বাঁচলেন উমেশ যাদব, ওলি রবিনসনের বলে স্লিপে ক্যাচ ফেললেন ক্রেইগ ওভারটন। ইনিংসে সেটা ইংল্যান্ডের চতুর্থ ক্যাচ মিস। তবে সে ক্যাচ মিসের পরই সিঙ্গেল চুরি করতে গিয়ে রানআউট হয়ে গেলেন যশপ্রীত বুমরা, ররি বার্নসের সরাসরি থ্রোতে।
এক বল পর আবার স্ট্রাইকে গেলেন যাদব, এবার ডান দিকে লাফিয়ে এক হাতে দারুণ এক ক্যাচ নিলেন জনি বেয়ারস্টো। ওভালে ভারত ইনিংসের চিত্রটা এমনই।
বারবার সুযোগ দিলেও ভারতকে কখনো চাপ থেকে বেরোতে দেয়নি ইংল্যান্ড। বিরাট কোহলির ফিফটির পর শার্দূল ঠাকুরের ৩৬ বলে ৫৭ রানের ইনিংসের পরও ভারত প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ১৯১ রানেই।
অবশ্য ইংল্যান্ডকেও খুব একটা স্বস্তিতে থাকতে দেননি বুমরা ও যাদব। বুমরার তোপে ৬ রানের মধ্যেই দুই ওপেনার ররি বার্নস ও হামিদকে হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। বার্নস স্টাম্পে ডেকে এনেছেন বল, বেশ বাইরের বলে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন হামিদ। ডেভিড মালানকে নিয়ে জো রুট সে চাপ সামাল দিয়েছেন, তবে দিনের শেষে এসে যাদবের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছেন রুটও। দিনশেষে মালানের সঙ্গী নাইটওয়াচম্যান ক্রেইগ ওভারটন, ৭ উইকেট নিয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ড পিছিয়ে ১৩৮ রানে।
ওভালের উইকেটে ঘাসের উপস্থিতি ভালোই, জো রুট তাই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিয়েছেন। তবে পেসাররা সেভাবে মুভমেন্টের দেখা পাচ্ছিলেন না, প্রথম ৮ ওভারে দেখা মেলেনি উইকেটেরও। অবশ্য রুটের কপালে চিন্তার ভাঁজ তেমন বড় হতে দেননি ক্রিস ওকস, দ্রুতই অধিনায়কের মুখে হাসি ফুটিয়েছেন।
ভারতও পড়ে গেছে চাপে। এক বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নেমে প্রথম ওভারেই সফল হয়েছেন ওকস। তাঁর খাটো লেংথের বলে খোঁচা দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারেননি এ সফরে ভারতের সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। সে উইকেটের আগে-পরে টানা ৪৪ বল ও ৪২ মিনিট কোনো রান তুলতে পারেনি ভারত। রোহিতের পর লোকেশ রাহুল ফিরেছেন ওলি রবিনসনের বলে এলবিডব্লু হয়ে। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ২৮ রানেই ভারত হারিয়েছে প্রথম দুই উইকেট। চেতেশ্বর পূজারা এরপর হয়েছেন জেমস অ্যান্ডারসনের শিকার।
উইকেটের পেছনে জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েছেন তিনিও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct