আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের পশ্চিমে ক্যালিফোর্নিয়া এবং উত্তর-পূর্বে নিউইয়র্ক অঙ্গরাজ্য। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে দুই অঙ্গরাজ্যের দূরত্ব প্রায় তিন হাজার মাইল। এই দুই অঙ্গরাজ্যের একটি পুড়ছে দাবানলে, আর অপরটি ভাসছে বন্যায়। ঘূর্ণিঝড় আইডা আঘাত হেনেছে নিউইয়র্কসহ এর আশপাশের অঙ্গরাজ্যগুলোয়।
অন্যদিকে, দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া এবং এর আশপাশের অঙ্গরাজ্যগুলো। যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউইয়র্ক ও নিউ জার্সিতে অভূতপূর্ব মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত সেখানে ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। নিউইয়র্কে বন্যার জলে ভেসে গেছে সেখানকার পাতাল রেলস্টেশন।
অনেক বাড়িতে জল ঢুকে পড়েছে। জলে ভেসে গেছে অনেকের গাড়ি। আবার এসব গাড়িতে আটকা পড়ে প্রাণ হারিয়েছেন বেশ কয়েক জন। শুধু নিউইয়র্কে এমনটা ঘটছে, তা নয়। নিউ জার্সি, কানেটিকাট, লুইজিয়ানা, মিসিসিপি, পেনসিলভানিয়াতেও বন্যা ও টর্নেডো আঘাত হেনেছে। মৃত্যুর খবর আসছে এসব অঙ্গরাজ্য থেকেও।
নিউ জার্সির গভর্নর ফিল মারফি জানিয়েছেন—অঙ্গরাজ্যটিতে অন্তত ২৩ জন মারা গেছে, যাদের বেশির ভাগই পানি বেড়ে যাওয়ার পর গাড়ির ভেতরে আটকা পড়ে নিহত হয়েছেন। এ ছাড়া নিউইয়র্ক শহরে দুই বছর বয়সী একটি শিশুসহ অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছে। যাদের মধ্যে ১১ জনের ভবনের বেজমেন্টে পানিবন্দি অবস্থায় মৃত্যু হয়েছে।
এ ছাড়া পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় পাঁচ জন এবং কানেটিকাটে অঙ্গরাজ্যে এক জনের মৃত্যু হয়েছে। ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct