আপনজন ডেস্ক: আমেরিকা ভবিষ্যতে সন্ত্রাস দমনে তালেবানের সঙ্গে সমন্বয় করা হতে পারে বলে জানান, যুক্তরাষ্ট্রের এক শীর্ষ জেনারেল জেন মার্ক মিলি। তিনি তালেবানকে নির্দয় হিসেবে বর্ণনা করে বলেন, 'তালেবান পরিবর্তিত হবে কিনা তা স্পষ্ট নয়।' মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করার পর এই প্রথম প্রকাশ্য মন্তব্য করলেন জেনারেল মিলি এবং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। এ বিষয়ে অস্টিন বলেন, 'ভবিষ্যতে তালেবানদের সঙ্গে সমন্বয়ের বিষয়ে কোন ভবিষ্যদ্বাণী করতে চায় না।' তবে আইএসকে নামের জঙ্গিগোষ্ঠিটিকে পর্যবেক্ষণ করতে এবং তাদের নেটওয়ার্ক বুঝতে সম্ভাব্য সবকিছুই কর্মকর্তারা করবেন বলেও মন্তব্য করেন অস্টিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct