আপনজন ডেস্ক: কর্মব্যস্ততার কারণে দিনশেষে শরীরে নেমে আসে একরাশ ক্লান্তি। যার ছাপ সর্বপ্রথম পড়ে আমাদের মুখে। চেহারার ক্লান্তিভাব সৌন্দর্যের উপরও প্রভাব ফেলে। আপনি চাইলে মুখের এই ক্লান্তিভাব দূর করতে পারেন এক সেকেন্ডেই। এক্ষেত্রে ফেসিয়াল মিস্ট এক সেকেন্ডে মুখের ক্লান্তি দূর করতে সক্ষম। ফেসিয়াল মিস্ট একবার স্প্রে করে নিন। মুহূর্তেই ফিরে পাবেন সতেজতা। তবে কৃত্রিম ফেসিয়াল মিস্ট ব্যবহার করতে না চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন পছন্দের ফেসিয়াল মিস্ট। তিন কাপ জল ফুটিয়ে আধা কাপ পুদিনা পাতা দিন। তারপর জল উনুন থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন। এবার একমুঠো গোলাপের পাঁপড়ি যোগ করে আরো ১৫ মিনিট ফুটিয়ে নিন। জল শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ঠাণ্ডা হতে দিন। শেষে সেটি ছেকে স্প্রে বোতলে ঢেলে আধা চামচ লেবুর রস ও কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে মুখ বন্ধ করে ঝাঁকিয়ে নিন। এবার ক্লান্ত লাগলেই একবার স্প্রে করে নিন ফেসিয়াল মিস্ট।দেখবেন নিজেকে কেমন সতেজ মনে হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct