আপনজন ডেস্ক: ৬ কেজি ২০০ গ্রাম ওজনের এক শিশু জন্ম দিয়েছেন এক প্রসূতি। শেরপুর শহরের জেনি জেনারেল প্রাইভেট হাসপাতালের ২০৩ নম্বর কক্ষে শিশুটির জন্ম হয়। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন। শেফালী (২৮) নামের এক মহিলা শিশুটির জন্ম দিয়েছেন। জেনি জেনারেল প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জায়েদুর রশীদ শ্যামল বলেন, 'বুধবার বিকেল ৩টার দিকে শেফালী হাসপাতালের ২০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। বিকেল ৫টা ১০ মিনিটে তিনি অস্ত্রোপচারে ছয় কেজি ২০০ গ্রাম ওজনের একটি মেয়েশিশুর জন্ম দেন। অস্বাভাবিক ওজনের শিশুর জন্মের খবর পেয়ে নার্স, চিকিৎসক হাসপাতালে ভিড় করেন। নবজাতকের বাবা মো. সজল মিয়া মোবাইল ফোনে বলেন, 'আমি গাড়িতে বাড়ি ফিরছি। এটি আমাদের তৃতীয় সন্তান। আমার আগের শিশুগুলো স্বাভাবিক প্রসবে পৃথিবীর আলো দেখে। তাদের স্বাস্থ্যও ভালো ছিল। নিরাপদে সন্তান ভূমিষ্ঠ হওয়ায় আমি খুশি।' অ্যানেস্থেসিয়া চিকিৎসক ডা. মো. জসিম উদ্দিন বলেন, ' শিশুটির ওজন ছয় কেজি ২০০ গ্রাম যা গড় ওজনের চেয়ে অনেক বেশি। গর্ভবতী অবস্থায় ওই মহিলা সুষম খাবার খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় আরও দুই সন্তানের জন্ম দিয়েছেন।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct