জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া: পুরুলিয়ার জয়পুর তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থার চিঠি পড়লো প্রশাসনের কাছে। মঙ্গলবার ঝালদা মহকুমা শাসকের দপ্তরে অনাস্থা চিঠি দিলেন বিজেপির ৯ জন সদস্য ও বামেদের ২ জন সদস্য মিলে মোট ১১ জন সদস্য। জানা যায় এই পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা হল ২১টি। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। প্রশ্ন উঠেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কি অনাস্থা? নাকি বিরোধী পক্ষের সংখ্যা গুরু থাকার জন্য অনাস্থা?
তবে এখন যা পরিস্থিতি রয়েছে তাতে শাসক দলের পক্ষে রয়েছে ৯ জন সদস্য ও বিরোধীদের পক্ষে রয়েছে ১১ জন সদস্য। যদিও তৃণমূলের ১ জন সদস্য সম্প্রতি কিছুদিন আগে মারা যান। ফলে তৃণমূল যদি সক্রিয় না হয় তাহলে এই পঞ্চায়েত সমিতি পড়ে যেতে বাধ্য হবে বলে এমনটাই মনে করছেন নেতারা। এবিষয়ে জয়পুর পঞ্চায়েত সমিতির বিরোধী নেতা সঞ্জীব মাহাত সাফ জানান, পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতি কোন রকম আস্থা রাখতে না পেরেই অনাস্থা প্রস্তাব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct