আজিজুর রহমান, গলসি: গলসি এলাকার মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মেঘা ভ্যাকসিন ক্যাম্পের উদ্দ্যোগ নিলেন পুরসা ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বিএমএইজও ফারুক হোসেন। তার উদ্দ্যোগে একদিনে পাঁচ হাজার মানুষকে ভ্যাকসিনেশন করা হয়। জানা গেছে, মানুষের হয়রানি কমাতে স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে চার পাঁচটি ক্যাম্পের ব্যবস্থা করা হয়। তাছাড়াও গলসি ১ নং ব্লকের সাতটি জায়গায় পৃথক পৃথক ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয়। স্থানীয় ঝারুল গ্রামের বিষ্ণুপদ বন্দ্যোপাধ্যায় বলেন, তার ছেলে গত রাত দশটায় এখানে লাইন দিয়েছিল। তখনই তিনশোর বেশি লাইন হয়ে গেছে। তবে সকাল থেকে আরও ভিড় বাড়ে। হাসপাতালের সুন্দর ব্যবস্থায় সুষ্ঠুভাবে ভ্যকসিন পেয়েছে তার পরিবার। অভিরামপুর গ্রামের বাসিন্দা ইন্দ্রানী ব্যানার্জী বলেন, তার ভাই রাত থেকে লাইন দিয়েছিল। ভাল ভাবে তিনি ভ্যাকসিন পেয়েছেন। পোতনা গ্রামের বাসিন্দা, তুলিকা বাগ্দী বলেন, সন্ধে বেলায় লাইন দিয়েছিলাম।
হাসপাতালে রাতের খাবার এনে খেয়েছি। সকালে দেখি হাসপাতালে পা রাখার জায়গা নেই। বহু কষ্টের পর ভ্যাকসিন পেয়েছি। হাসপাতালের বিএমএইচও ফারুক হোসেন বলেন, সকাল থেকে কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। সেই মত তিনি পর্যাপ্ত স্টাফের ব্যবস্থা করেন। বিশৃঙ্খলা এড়াতে হাসপাতালের প্রতি গেটে সিভিক দিয়ে নিয়ন্ত্রণ করেন। যাতে কেউ বেলাইন করে না ঢুকতে পারে তারজন্য সিসিটিভিতে নজরদারী করা হয়। তিনি জানিয়েছেন, হাসপাতালের সাথে সাথে এলাকার সাতটি পঞ্চায়েতের সাত জায়গায় ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়া হয়েছে একই দিনে। ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এহেন উদ্দ্যোগে খুশি হয়েছেন এলাকার মানুষ। তবে বহু মানুষ ভ্যাকসিন না পেয়ে ঘুরে গেছেন বলে জানা গেছে। ওই বিষয়ে পরবর্তীতে আবার এমন ক্যম্প করে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ফারুক বাবু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct