সজিবুল ইসলাম, জলঙ্গি: মুর্শিদাবাদ জেলার একটা বিশাল সংখ্যক অধিবাসীদের আত্মীয়রা বাংলাদেশের বিভিন্ন জেলায় বসবাস করেন। মুর্শিদাবাদ জেলায় দীর্ঘ্য আন্তর্জাতিক সীমান্ত থাকলেও কোনো ইন্টিগ্রেটেড চেকপোস্ট নেই। ফলে মুর্শিদাবাদের অধিবাসীদের বাংলাদেশে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যেতে হলে হয় মালদা, নয় তো উত্তর চব্বিশ পরগনার চেকপোস্ট দিয়ে যেতে হয়, যা সময়সাপেক্ষ এবং ব্যয়সাপেক্ষ।সীমান্ত এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি জানিয়ে ভারত ও বাংলাদেশের যাতায়াতের একটি আন্তর্জাতিক চেক পোস্ট তৈরি হোক।
বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশ সরকারের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন সীমান্তের বাসিন্দারা। কিন্তু সেই আবেদনকে অনেকদিন কর্ণপাত করেননি কেউ। হঠাৎ জুন জুলাই মাসে জলঙ্গীর বাসিন্দাদের সেই আবেদন প্রধান মন্ত্রীর দপ্তরে পৌঁছাতে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিয়েছিলেন বহরমপুর সংসদ অধীর রঞ্জন চৌধুরী। সেই দাবী মঞ্জুর করে পর্যালোচনা করার আশ্বাস দিয়েছে ভারত সরকার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct