আপনজন ডেস্ক: বার্সেলোনা সমর্থকেরা হাপিত্যেশ করতেই পারেন! বেতন বিল বেড়ে যাচ্ছে দেখে যে মেসিকে বার্সা চেয়েও দলে ধরে রাখতে পারেনি, দলবদল শেষ দেখা যাচ্ছে হয়তো চাইলেই তারা মেসিকে ধরে রাখতে পারত! বেতনের বিল কমানোর লক্ষ্যে দলের চার অধিনায়ক জেরার্দ পিকে, সের্হিও বুসকেতস, সের্হি রবের্তো ও জর্দি আলবা বেতন কমিয়েছেন। মেসি ছাড়াও ক্লাব ছেড়েছেন এমারসন রয়্যাল, কার্লেস আলেনিয়া, ইলাইশ মরিবা, সের্হিও আকিয়েমে, কনরাদ দে লা ফুয়েন্তে, জুনিয়র ফিরপো, জ্যাঁ-ক্লাইর তোদিবোর মতো একাধিক খেলোয়াড়, যারা মূল একাদশে নিয়মিত নন। শেষদিন ক্লাব ছেড়েছেন ক্লাবের সর্বোচ্চ বেতনধারীদের একজন আতোয়ান গ্রিজমানও। তাই বার্সা সমর্থকদের হতাশা জাগতেই পারে, এত খেলোয়াড় যেহেতু ক্লাব ছাড়লোই, তাঁদের সম্মিলিত বেতনে কী মেসিকে ধরে রাখা যেত না! আগে এই জার্সি পরেই মাঠ মাতিয়েছেন আগে এই জার্সি পরেই মাঠ মাতিয়েছেনফাইল ছবি হ্যাঁ, ভুল পড়েননি। মেসির পর এবার ক্লাব ছেড়েছেন আতোয়ান গ্রিজমানও। মেসি যাওয়ার পর অনেকে যাকে বার্সার আক্রমণভাগের মূল শক্তি ভেবেছিলেন। গ্রিজমান ফিরেছেন নিজের সাবেক ক্লাবেই।
এক বছরের ধারে গ্রিজমানকে দলে টেনেছে আতলেতিকো মাদ্রিদ। চাইলে এই এক বছর পর আরও এক বছরের জন্য গ্রিজমানকে ধারে রাখতে পারবে তাঁরা। তবে ধারের মেয়াদ শেষে চার কোটি ইউরো দিয়ে গ্রিজমানকে পাকাপাকিভাবে কিনে নিতে হবে আতলেতিকোকে।
যে তারকা এককালে আতলেতিকো আক্রমণভাগে মূল শক্তি ছিলেন, সেই তারকাকে ১২ কোটি ইউরো দিয়ে বার্সেলোনার কাছে বিক্রি করার দুই বছরের মাথায় তার তিন ভাগের এক ভাগ ফি দিয়ে কিনে নিতে অবশ্যই মুখিয়ে থাকবে বার্সেলোনা!
গ্রিজমান বার্সেলোনায় যে খুব বেশি সুখে ছিলেন, বলা যাবে না। মেসি যাওয়ার পর যেটা আরও বেশি স্পষ্ট হয়ে পড়ে। মেসি যাওয়ার পেছনে অনেক বার্সা সমর্থক প্রকাশ্যে গ্রিজমানকে দোষারোপ করেছেন, দুয়ো দিয়েছেন। দুই বছরে বার্সার হয়ে ১০২ ম্যাচ খেলে মোট গোল করেছেন ৩৫টা। এর আগে আতলেতিকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৭ ম্যাচ খেলে ১৩৩ গোল করেছেন গ্রিজমান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct