আপনজন ডেস্ক: সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন। আজ ‘সবচেয়ে ভালোবাসেন যে খেলা’, সেটা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টুইটারে। ২০১৯ সালেই টেস্ট থেকে বিদায় নিয়েছিলেন ক্রিকেটের দীর্ঘ সংস্করণে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি উইকেটের মালিক স্টেইন। এরপর সীমিত ওভারের ক্রিকেটের দিকে নজর দিতে চেয়েছিলেন। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালের মার্চে, সর্বশেষ টি-টোয়েন্টি গত বছর ফেব্রুয়ারিতে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিজের ভবিষ্যত নিয়ে ভাববেন, এমনটা জানিয়েছিলেন। করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত হয়নি সে বিশ্বকাপ। এ বছর সংযুক্ত আরব আমিরাতে ভারতের আয়োজনে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসর। ৩৮ বছর বয়সী স্টেইন বিদায় বলে দিলেন তার আগেই।
২০২১ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেও পিএসএলে খেলেছিলেন স্টেইন। সে সময় ঘোষণা দিয়েছিলেন, ‘না, আমি অবসর নিইনি।’ পিএসলেই শেষ স্বীকৃত ম্যাচ খেলেছিলেন তিনি, ক্যারিয়ারের শেষও হয়ে থাকল মুলতানের বিপক্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা ম্যাচটাই। শেষ হয়ে গেল দুর্দান্ত এক ক্যারিয়ার।
রক ব্যান্ড কাউন্টিং ক্রোস-এর এ লং ডিসেম্বর গানের লাইন উদ্ধ্বৃত করে অবসরের ঘোষণা দিয়েছেন স্টেইন। লিখেছেন, ‘অনুশীলন, ম্যাচ, ভ্রমণ, জয়, পরাজয়, পায়ে টেপ পেঁচানো, জেট ল্যাগ, আনন্দ, ভাতৃত্বের ২০ বছর। অনেক অনেক স্মৃতি। ধন্যবাদ দেওয়ার মতো অনেক বেশি মানুষ। আমি তাই আমার ব্যক্তিগত বিশেষজ্ঞ কাউন্টিং ক্রোসের ওপরে সব বলার ভার তুলে দিলাম।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct