নিজস্ব প্রতিবেদক, কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠে বেশিরভাগ ক্ষেত্রেই জনজীবন ছন্দে ফিরেছে। সমস্ত প্রকার জমায়েত করাতেও বৈধতা দেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনে তালা ঝুলছে। তাই অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয় খোলার দাবি জানালো স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা। সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ বলেন, “আমরা করোনার দ্বিতীয় ঢেউকে পেরিয়ে এসেছি এবং উল্লেখযোগ্য হারে করোনা সংক্রমণ কমেছে। তাই অবিলম্বে শিক্ষাঙ্গনে পড়াশোনা শুরু করতে হবে।” উল্লেখ্য যে, রাজ্যে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ আছে এবং অনলাইন শিক্ষাই ব্যাপক বৈষম্যের স্বীকার হচ্ছে বহু পড়ুয়া। ফলত স্কুলছুট ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই প্রসঙ্গে সাবির আহমেদ স্কুলছুটদের পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনতে রাজ্যজুড়ে ‘দুয়ারে শিক্ষা’ প্রকল্প শুরু করার দাবি জানান। শিক্ষাঙ্গনে পঠন-পাঠন শুরু এবং স্কুলছুট নিয়ন্ত্রণে সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে চলমান প্রচারাভিযান সম্পর্কে তিনি বলেন, “স্কুলছুটদের ফেরাতে আমরা পড়ুয়াদের বাড়ি-বাড়ি যাচ্ছি, সরকারও ‘দুয়ারে শিক্ষা’র মাধ্যমে শিক্ষকদের বাড়ি বাড়ি পাঠান।” এই দিন সাবির আহামেদ সমস্ত পড়ুয়াদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের দাবি জানান এবং কোভিড-বিধি মেনে শিক্ষাঙ্গন চালানোর জন্য সরকারের কাছে একগুচ্ছ পরামর্শ পেশ করেন। সেই সঙ্গে তিনি বিদ্যালয়ে পঠন-পাঠন শুরুর জন্য রাজ্য সরকার সদর্থক উদ্যোগ না গ্রহণ করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
এসআইও যেসব দিাবি তুরেছে তার মধ্যে অন্যতম হল,কোভিড-১৯ এর সতর্কতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় খোলার জন্য সরকারকে তাৎক্ষণিক ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয় খুলে দিতে হবে। প্রথম পর্যায়ে গ্রিন জোনে অবস্থিত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি অবিলম্বে চালু করতে হবে। অবশ্যই বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ন্যূনতম শিক্ষার্থী নিয়ে পরিচালিত হতে হবে প্রভৃতি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct