আপনজন ডেস্ক: ইন্সটাগ্রামকে এবার থেকে নিজের সঠিক জন্মদিন সম্পর্কে অবহিত করতে হবে ব্যবহারকারীর। অল্প বয়সীদের জন্য যাতে নতুন আপডেট আরও সহজে আনা যায়, সে লক্ষ্যেই অ্যাপে আসছে এ আপডেটটি। সম্প্রতি এ বিষয়ে এক পোস্ট দিয়েছে ফেসবুকL যারা এখনও ইনস্টাগ্রামকে জন্মদিন সম্পর্কিত কোনো তথ্য দেননি, তারা আগামীতে অ্যাপটি খুললেই এ ব্যাপারে প্রশ্ন করতে দেখবেন ইনস্টাগ্রামকে। তারপরও তথ্য না দেওয়া হলে, সেবাটি ব্যবহারকারীকে ‘রিমাইন্ডার নোটিফিকেশন’-ও পাঠাবে। তবে, একেবারেই যদি কোনো ব্যবহারকারীর তার জন্মদিন সম্পর্কিত তথ্য না দেন, তাহলে একটি পর্যায়ে গিয়ে তিনি আর ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না। জন্মদিনের তথ্য ব্যবহার করে ১৮ বছরের কম বয়সীদের জন্য বিজ্ঞাপন টার্গেটিং সীমিত করার পরিকল্পনা রয়েছে ইনস্টাগ্রামের। এ ছাড়াও সংবেদনশীল হতে পারে এমন পোস্ট দেখার ক্ষেত্রে বয়সের ব্যাপারে নিশ্চিত হবে তারা। পরিষেবাটি ব্যবহারকারীর কাছে প্রথমবারের মতো জন্মদিন সম্পর্কিত তথ্য জানতে চায় ২০১৯ সালে। ব্যবহারকারীরা যে এ সম্পর্কে ভুল তথ্য দেওয়ার চেষ্টা করতে পারে, সে বিষয়টি তাদের নজরে রয়েছে বলেও উল্লেখ করেছে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct